দেরা ইসমাইল: পাকিস্তানের উত্তর পশ্চিমের একটি তল্লাসিচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ১ জন নিহত হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
হামলায় একজন সৈন্য নিহত এবং আহত হয়েছেন দুইজন।
সরকারের কর্মকর্তা জায়েদ মারওয়াত বলেন, ‘রোববার আত্মঘাতী বোমাহামলাকারী পায়ে হেটে তল্লাসিচৌকির পাশ দিয়ে নিকটবর্তী মডেল মার্কেটে যাচ্ছিল। মার্কেটটি আফগানিস্থান সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানের চাকমালাই এলাকায় অবস্থিত। ’
হতাহতের খবর দুইজন গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন কিন্তু আহতের সংখ্যা সাতজন বলেও তারা জানায়। তারা আরও জানায়, যখনই আত্মঘাতী বোমাহামলাকারী সামনের দিকে এগুচ্ছিল তখনই সৈন্যরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১