অসলো: ‘আমার হামলাগুলো ছিল ভয়ংকর কিন্তু দরকারী’ এভাবেই নিজের কৃতকর্মের ব্যাখ্যা দিলেন নরওয়ে হামলায় আটক যুবক অ্যানডারস বেরিং ব্রেইভিক।
এদিকে গত শনিবার ব্রেইভিকের আইনজীবী বলে দাবি করা গেইর লিপ্পেস্টাডও দেশটির প্রচারমাধ্যম টিভি-২ তে একই বক্তব্য তুলে ধরেন।
প্রচারমাধ্যমে তিনি বলেন, ‘ব্রেইভিক ভেবেছিলেন হামলাগুলো ভয়ংকর, কিন্তু তার মাথায় এও ছিলো যে হামলাগুলোর দরকার আছে। ’
আক্রমনের পরিকল্পনা অনেক আগে থেকেই ব্রেইভিক নিয়েছিলো বলেও জানান তিনি।
আইনজীবী আরও বলেন, ‘পুলিশ ওই ঘটনায় শুধু একজনকে গ্রেপ্তার করেছে। নরওয়ে পুলিশের এমন কোনো নিয়ম নেই যে তারা বোমা বিস্ফোরণ এবং গুলি করে মানুষ হত্যা দুটো ঘটনার সঙ্গেই ব্রেইভিককে জড়াবে। ’
উল্লেখ্য, অসলো পুলিশ ব্রেইভিককে বোমা হামলা এবং গুলি করে মানুষ হত্যার দায়ে গ্রেপ্তার করেছে।
শনিবার জাতীয় পুলিশ প্রধান সেভেইয়াং স্পনহেইম বলেন, ‘আমরা নিশ্চিত নই যে ঘটনার জন্য দায়ী শুধু একজন। আমরা মনে করি তাদের সংখ্যা আরও বেশি। ’
এদিকে অসলো পুলিশ ৩২ বছর বয়সী একজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনও তার নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ প্রধান আরও বলেন, ‘এই মুহূর্তে এটা বলা খুব কঠিন, ব্রেইভিক একা এতো বড় একটা নেটওয়ার্কের সঙ্গে জড়িত। তাকে দিনভর জিজ্ঞাসাবাদ চলছে। ’
শুক্রবার রাজধানী অসলোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে বোমা হামলায় আক্রান্ত আরও চারজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজনের দেহ চাপা পরে থাকতে পারে। তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে বলেও জানান স্পনহেইম।
আক্রমনের কয়েক ঘণ্টা আগেই ব্রেইভিক ইংরেজিতে লেখা ১৫শ পৃষ্ঠার একটি দলিল অনলাইনে প্রকাশ করে। দলিলটি পোস্ট করতে সে অ্যা-্রু ব্রেউইক নামের ছদ্মনাম ব্যবহার করে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১