ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
তুরস্কে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকার। সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টার পর এতে সংশ্লিষ্টতার সন্দেহে ব্যাপক ধরপাকড়ের সর্বশেষ পদক্ষেপ এটি।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সোমবার (২৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অভ্যুত্থান চেষ্টার দিনের ঘটনা ‘ফুলিয়ে-ফাপিয়ে’ প্রচার করার অভিযোগ ওই সাংবাদিকদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

যাদের নামে পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে খ্যাতিমান সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য নাজলি ইলিসাকও রয়েছেন।

পশ্চিম‍া সংবাদমাধ্যমের খবর, সরকার ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সেনা, পুলিশ, জজ, শিক্ষক, সরকারি কর্মচারীসহ বিভিন্ন পেশার ৬০ হাজারের কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
টিআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।