ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মাদাগাস্কারে পার্টি চলাকালে আগুনে ১৬ শিশুসহ নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
মাদাগাস্কারে পার্টি চলাকালে আগুনে ১৬ শিশুসহ নিহত ৩৮

ঢাকা: আফ্রিকার ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মাদাগাস্কারের একটি বাড়িতে ঘরোয়া পার্টি চলাকালে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জনই শিশু।

দেশটির মধ্যাঞ্চলের ওই বাড়ির খড়ের চালে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গত শনিবার (২৩ জুলাই) রাতে এ অগ্নিকাণ্ড ঘটলেও তা সংবাদমাধ্যম জানিয়েছে সোমবার (২৫ জুলাই)।

স্থানীয় পুলিশের মুখপাত্র হেরিলালাতিয়ানা আন্দ্রিয়ানারিভোসোনা জানান, খড়ের চালওয়ালা ওই বাড়িটিতে পার্টি চলাকালে ৩৯ জন ছিলেন। কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জনই।

তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে এটি একটি দুর্ঘটনা ছিল। পরবর্তী আইনি পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।