ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ছুরিকাঘাতে নিহত ১৯, আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জাপানে ছুরিকাঘাতে নিহত ১৯, আহত ৪৫

ঢাকা: জাপানের টোকিওর পশ্চিমে কানাগাওয়া অঞ্চলের সাগামিহারা শহরে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে কমপক্ষে ১৯ জন মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও ৪৫ জন, যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির একটি সংবাদমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানায়, প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র সুকুই ইয়ামাউরির এক কর্মচারী স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ফোন করে বলতে থাকে ‘এক দুর্বৃত্ত ছুরি হাতে ভেতরে প্রবেশ করেছে’।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ২৬ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে- সে ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।