ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ডেমোক্র্যাট পার্টির চাবিকাঠি হিলারির হাতে, আশ্বস্ত ওবামা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ডেমোক্র্যাট পার্টির চাবিকাঠি হিলারির হাতে, আশ্বস্ত ওবামা ছবি- সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন হওয়ায় অনেকটা আশ্বস্ত দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রেসিডেন্ট ওবামা বলেন, আজ আমি যখন এই মঞ্চ ছেড়ে যাবো আমার বিশ্বাস ডেমোক্র্যাট পার্টির চাবিকাঠি একজন ভালো মানুষের হাতে থাকবে।

এটি আমার বিশ্বাস।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনের বক্তৃতাকালে এ কথা জানান তিনি।

ওবামা বলেন, ১২ বছর আগে এমনই একটি দিনে এই মঞ্চে প্রথমবারের দাঁড়িয়েছিলাম আমি। তখন আমি হয়তো কিছুটা নার্ভাস ছিলাম। তবে আজ যখন আমি এই মঞ্চটি ছেড়ে দেবো তখন আমি নিশ্চিন্ত থাকবো। কারণ আমি জানি ডেমোক্র্যাট পার্টির নেতৃত্ব একজন ভালো মানুষের কাছে রয়েছে।

তিনি আরও বলেন, সকল বাধা অতিক্রম করার জন্য হিলারির রয়েছে সত্যিকারের পরিকল্পনা। হিলারিই একমাত্র প্রার্থী যিনি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের জন্য একমাত্র যোগ্য।  

এ সময় তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।

এর আগে হিলারি রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে বক্তব্য রাখেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।