ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মাঝ আকাশে আইএসের স্লোগানে জরুরি নেমে গেল প্লেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
মাঝ আকাশে আইএসের স্লোগানে জরুরি নেমে গেল প্লেন! ছবি: সংগৃহীত

ঢাকা: মাঝ আকাশে উড়ছিল প্লেন। হঠাৎ ইসলামিক স্টেটের (আইএস) সমর্থনে স্লোগান।

তৎক্ষণাৎ নিকটস্থ এয়ারপোর্টে নামতে বাধ্য হলো ভারতের এয়ারলাইন্স ‘ইন্ডিগো’র একটি ফ্লাইট।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভারতের কেরালা অঙ্গরাজ্যের কোচি যাচ্ছিলো।  

এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। তবে ওই যাত্রীর নাম-পরিচয় কিছু জানানো হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত কিছু বলছে না পুলিশও।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভোরে ফ্লাইটটি দুবাই থেকে উড়াল দেওয়ার বেশ কিছু সময় পর ওই যাত্রী আইএসের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্লেনে। তৎক্ষণাৎ ফ্লাইটের কর্মীরা ব্যবস্থা নেন। একইসঙ্গে প্লেনটিকে নিকটস্থ মুম্বাই এয়ারপোর্টে অবতরণের পদক্ষেপ নেন। তারপর ওই যাত্রীকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

ফ্লাইটটিতে ২০ জন যাত্রী ছিলেন বলেও জানায় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।