ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

আত্মসমর্পণকারীদের ক্ষমা করবেন প্রেসিডেন্ট আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আত্মসমর্পণকারীদের ক্ষমা করবেন প্রেসিডেন্ট আসাদ

ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আত্মসমর্পণকারী বিদ্রোহীদের ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।  

তবে শর্ত হলো-আগামী তিন মাসের মধ্যে অস্ত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এ সংক্রান্ত একটি ফরমান জারি করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়।

সেই সঙ্গে বন্দি বিদ্রোহীদের মুক্ত করে দেওয়ার কথাও বলা হয় ওই ফরমানে। দেশটির আলেপ্পোর পূর্বাঞ্চল বিদ্রোহীসহ সরকারি বাহিনী ঘিরে ফেলার পর এই ফরমান জারি করা হলো।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।