ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

অভিভাবক হারালাম, মহাশ্বেতার মৃত্যুতে শোক মমতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
অভিভাবক হারালাম, মহাশ্বেতার মৃত্যুতে শোক মমতার টুইটারের স্ক্রিনশট

ঢাকা: শক্তিমান বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে এক টুইটার বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মহাশ্বেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

এ খবর পেয়েই মমতা টুইট করেন, ‘ভারত একজন মহান লেখককে হারালো। বাংলা হারালো একজন মহিমান্বিত মা। আমি হারালাম একজন ব্যক্তিগত অভিভাবক। মহাশ্বেতা দি শান্তিতে ঘুমাও। ’

‘হাজার চুরাশির মা’ খ্যাত শক্তিমান লেখিকা মহাশ্বেতা বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে কিডনিতে সমস্যা দেখা দিয়েছিল তার। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের লেখক-শিল্পী মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।