ঢাকা: এবারের অলিম্পিকের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন এক সমর্থককে আটক করেছে স্থানীয় পুলিশ। তার নাম চায়ের কালাওন (২৮)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজ্যের নোভা ইগাওচু শহরের বাড়ি থেকে আটক করা হয় কালাওনকে। তার আইনজীবী এডিসন ফেরেইরা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
ফেরেইরা বলেন, পুলিশ আইএসের সমর্থক সন্দেহে কালাওনকে ধরলেও কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও জানান, ২০১৪ বিশ্বকাপের আগেও কালাওনকে অবৈধভাবে অস্ত্র বহনের অভিযোগ তুলে আটক করেছিল পুলিশ। পরে তিনি ছাড়া পান।
তবে স্থানীয় পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এইচএ/