ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাৎসীদের আউসবিৎজ নির্যাতন ক্যাম্পে পোপের প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
নাৎসীদের আউসবিৎজ নির্যাতন ক্যাম্পে পোপের প্রার্থনা ছবি: সংগৃহীত

ঢাকা: পোল্যান্ডে নাৎসীদের সাবেক নির্যাতনকেন্দ্র ‘আউসবিৎজ বিরকেনাও’য়ে একান্তে প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। এসময় ক্যাম্পে তিনি কিছুক্ষণ নীরবে হাঁটাহাঁটিও করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী এই নির্যাতন ক্যাম্পে আটকে রেখে প্রায় ১১ লাখ মানুষকে হত্যা করে। যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইহুদী।

পোল্যান্ডে খ্রিস্টধর্ম গ্রহণের ১ হাজার ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনের সফরের তৃতীয় দিনে শুক্রবার (২৯ জুলাই) এ প্রার্থনা করেন পোপ।  

এসময় তিনি ক্যাম্পটির নির্যাতনের পরও বেঁচে যাওয়া লোকদের সঙ্গে দেখা করেন এবং তাদের চুমু খেয়ে আশীর্বাদ করেন।  

তবে আর্জেন্টাইন এ পোপ তার জার্মান ও পোলিশ পূর্বসুরীদের মতো ক্যাম্পটিতে বর্বরতা নিয়ে কোনো কথা বলেননি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।