ঢাকা: সম্প্রতি তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনায় দেশটির রাজধানী আঙ্কারার সঙ্গে সংহতি প্রকাশ না করায় পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান।
ইউরোপিয়ান ইউনিয়ান ও যুক্তরাষ্ট্রের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজের চরকায় তেল দেন’।
এরদোগান বলেন, যখন পাঁচ থেকে ১০ জন ব্যক্তি সন্ত্রাসী হামলায় মারা যান, তখন আপনাদের (পশ্চিমা নেতারা) ভাবসাব এমন যে বিশ্বে আগুন লেগে গেছে। কিন্তু যখন তুর্কি প্রেসিডেন্ট অভ্যুত্থানের চেষ্টা হলো। তখন আপনাদের কার্যকর ইতিবাচক কোনো ভূমিকা রাখতে দেখা গেলো না।
যারা গণতন্ত্রের চেয়ে অপরাধীদের বিষয়ে বেশি চিন্তিত, তারা কখনই তুরস্কের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ওই দুঃসময়ে পশ্চিমা কোনো সিনিয়র কর্মকর্তা তুরস্ক পরিদর্শনে আসেননি, আমাদের পাশে দাঁড়াননি, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশের কেউ আমাদের সান্ত্বনা পর্যন্ত দেননি।
গত ১৫ জুলাই গভীর রাতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় সাধারণ জনগণের নামে যেসব মামলা হয়েছে, তা প্রত্যাহার করারও ঘোষণা দেন এরদোগান।
ওইদিন গভীর রাতে তুরস্ক সরকারকে উৎখাতের চেষ্টা চালায় দেশটির সেনা বাহিনীর একাংশ। ওই ঘটনায় প্রায় তিনশ’ মানুষ মারা যান।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
আরএইচএস/টিআই