ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৫ কুর্দি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
তুরস্কে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৫ কুর্দি যোদ্ধা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে একটি সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টাকালে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সশস্ত্র কুর্দি বাহিনীর ৩৫ যোদ্ধা নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের হাকারি প্রদেশে এ সংঘর্ষ হয়।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম বলছে, প্রদেশের চুকুরকা জেলায় সেনাবাহিনীর সঙ্গে কুর্দি যোদ্ধাদের সংঘর্ষে ৮ সৈন্য নিহত হওয়ার ঘটনার কয়েক ঘণ্টা পর এই সংঘর্ষ হয়।  

সরকারি কর্মকর্তারা জানান, কুর্দি বাহিনী ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ওই ঘাঁটি দখলের চেষ্টা চালায়। বিষয়টি টের পায় বিমান বাহিনী। এরপরই অভিযানে যায় বিমান বাহিনী। অভিযানে ২৩ জন নিহত হয়।  

পরে স্থল অভিযানে নিহত হয় আরও ৪ কুর্দি যোদ্ধা। বাকি ৮ যোদ্ধা নিহত হয় চুকুরকা জেলায় সংঘর্ষে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।