ঢাকা: ক্ষমতা গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় পার্লামেন্টের আস্থা ভোটে শোচনীয়ভাবে হারলেন তিউনিশীয় প্রধানমন্ত্রী হাবিব এজিদ।
শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত আস্থার পরীক্ষায় মাত্র তিনটি ভোট পড়েছে হাবিবের ঝুলিতে।
এ ফল ছিলো অনেকটা প্রত্যাশিত। জোটের সদস্যরা আগে থেকেই অনাস্থা জানিয়ে আসছিলেন হাবিব সরকারের উপর।
হাবিব আগে থেকেই আঁচ করেছিলেন ভোটের ফলাফল এমন হবে। তিনি বলেন, আমি ১০৯ ভোট পাওয়ার জন্য আসিনি। আমি এসেছি জনগণ ও সংসদ সদস্যদের কিছু বিষয় জানিয়ে দিতে।
হাবিবের জোট সরকার চার দল নিয়ে গঠিত। আইএসের হামলা, জরুরি অবস্থা, নিরাপত্তা প্রভৃতি বিষয় নিয়ে বেশ বিপাকে ছিলো সরকার।
পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন সে আলোচনায় এখন সরগরম তিউনিশিয়া।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এএ