ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে গ্যাস প্লান্ট ও তেল সংরক্ষণাগারে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ইরাকে গ্যাস প্লান্ট ও তেল সংরক্ষণাগারে হামলা, নিহত ৫

ঢাকা: ইরাকের কিরকুক প্রদেশের একটি গ্যাস প্লান্ট ও একটি তেল সংরক্ষণাগারে হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত এবং বেশকয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (৩১ জুলাই) এ হামলা চালানো হয় বলে দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

এখনো বাই হাসান ওয়েল স্টেশনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ চলছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

রোববার কিরকুক থেকে ১৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এবি২ গ্যাস প্লান্টে প্রথম হামলার ঘটনা ঘটে। চার হামলাকারী অস্ত্র এবং গ্রেনেডসহ গ্যাস প্লান্টের ভেতর প্রবেশ করে। এ সময় সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সদস্য গুরুতর আহত হন এবং কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা পাঁচজন কর্মী নিহত হন।

দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে ২৫ কিলোমিটার দূরে বাই হাসান ওয়েল স্টেশনে।  

সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে এখনো (বাংলাদেশ সময় রোববার বিকেল ৫টা) হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে উভয় ঘটনায় দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।