ঢাকা: দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে জিম্মি সংকটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকট অবসানের চেষ্টা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, পাপুয়া নিউগিনির মিলনি বে প্রদেশের রাজধানী আলাতাওয়ের একটি সুপারমার্কেট এলাকায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। দেশটির প্রধান পর্যটক শহর হিসেবে পরিচিত এটি।
রেমন্ড চঙ নামের এক বাসিন্দা জানান, সংকট নিরসনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আলাতাও সুপারমার্কেট এলাকার সব সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
কোনো কোনো স্থানীয় সংবাদমাধ্যম বলছে, মার্কেটের একটি এয়ারলাইন্স অফিসে বন্দুকধারী প্রবেশ করে জিম্মি সংকট তৈরি করেছে।
তবে কতোজন জিম্মি সংকট সমস্যায় আটকা পড়েছেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেডএস