ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
সৌদিতে গুলিতে নিহত ৪

ঢাকা: ইয়েমেন থেকে ছোড়া সৌদি আরবের জাজান সীমান্ত অঞ্চলে গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

 

নিহতদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (০১ আগস্ট) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে বলে সৌদির বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

কে বা কারা এই গুলি চালিয়েছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে সম্প্রতি দু’দেশের সীমান্ত উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই গুলির ঘটনা তারই অংশ বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবারও দুই দেশের সীমান্তে এক সংঘর্ষের ঘটনায় সৌদি এক সেনা কর্মকর্তা ও ছয় সেনা সদস্য নিহত হন। একই ধরনের সংঘর্ষে গত ২৫ জুলাই পাঁচ সৌদি সীম‍ান্তরক্ষী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬/আপডেট: ০০০৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।