ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শিক্ষা মন্ত্রী নাঈম আক্তারের বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (০২ আগস্ট) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় পুলিশ জানায়, সোমবার (০১ আগস্ট) মধ্যরাতে জম্মু-কাশ্মির সীমান্তের পাররাইপোরায় অবস্থিত শিক্ষা মন্ত্রী নাঈম আক্তারের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার বাসভবনকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
পুলিশ আরও জানায়, এ হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই বাসভবনটির প্রবেশ গেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার সময় শিক্ষা মন্ত্রী এবং তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না বলেও জানানো হয় স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, আগস্ট ০২ ,২০১৬/আপডেট: ১১৫৬ ঘণ্টা
আরএইচএস