ঢাকা: সিরিয়ায় হেলিকপ্টার থেকে ‘ক্লোরিন গ্যাস’ ভর্তি ব্যারেল নিক্ষেপ করা হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন নারী-শিশুসহ কমপক্ষে ৩০জন।
স্থানীয় এক চিকিৎসক ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে মঙ্গলবার (০২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
দেশটির ইদলিব প্রদেশের সারাকিব শহরে এ ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।
স্থানীয় চিকিৎসক ডা. আবদেল আজিজ বারিহ বলেন, সোমবার রাতে ক্লোরিন গ্যাসের দু’টি ব্যারেল ফেলা হয়।
‘এটা যে ক্লোরিন গ্যাস তা আমরা জানি। অতীতেও এতে আক্রান্ত হয়েছি আমরা। এ গ্যাসে এ পর্যন্ত ২৮ জন আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ’
তবে এ ঘটনায় কমপক্ষে ৩৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানান সিরিয়ার সিভিল ডিফেন্সের এক মুখপাত্র।
ক্লোরিন শিল্প-কারখানায় ব্যবহৃত একটি রাসায়নিক। বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতিতে এর ব্যবহার করা হয়েছে। যা ‘রাসায়নিক অস্ত্র কনভেনশন’ অনুযায়ী নিষিদ্ধ।
ক্লোরিনের বিষক্রিয়ায় সাধারণত চোখে জ্বালাপোড়া, চামড়া কুঁচকে যাওয়া, শ্বাসকষ্ট ও মুখ থেকে রক্তাক্ত ফেনা বের হওয়ার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমএ/