ঢাকা: হারিকেন ‘আর্ল’র এর প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মেক্সিকোয় প্রাণহানি বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।
উপকূলীয় রাজ্য ভেরাক্রজের গর্ভনর জাভিয়ার দুয়ার্তে জানান, ভূমিধসে কোকোমাতিপিক, তেকুইলা ও হুয়াকোকোলতায় রোববার (০৭ আগস্ট) ১১ জনের প্রাণহানি হয়েছে।
ভূমিধসের ঘটনায় এসব এলাকায় কোনো নিখোঁজের ঘটনা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছে কর্তৃপক্ষ।
এছাড়া উত্তরাঞ্চলীয় পর্বতবেষ্টিত পূবলা রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিধসে আরো অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেডএস