ঢাকা: পাকিস্তানের কোয়েটায় বেসামরিক হাসপাতালের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রাত পর্যন্ত সবশেষ ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (০৮ আগস্ট) স্থানীয় সময় সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতির বরাত দিয়ে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় নিহত ৬৩ ও আরও অনেকে আহত রয়েছেন।
ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর হামলার দায় স্বীকার করেছে তালেবান সমর্থিত জামাত-উর-আহরার।
বিস্ফোরণের ঘটনার আগে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি নিহত হন। ওই হাসপাতালের সামনে আসার পরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঘিরে ধরেন। পরে বোমা বিস্ফোরণ করা হয়। এতে বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
**পাকিস্তানে হাসপাতালে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৩
**পাকিস্তানে হাসপাতালের সামনে বিস্ফোরণ, নিহত ১০
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
আইএ