ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে হাসপাতালে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
পাকিস্তানে হাসপাতালে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

ঢাকা: পাকিস্তানের কোয়েটায় বেসামরিক হাসপাতালের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রাত পর্যন্ত সবশেষ ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (০৮ আগস্ট) স্থানীয় সময় সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতির বরাত দিয়ে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় নিহত ৬৩ ও আরও অনেকে আহত রয়েছেন।

ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর হামলার দায় স্বীকার করেছে তালেবান সমর্থিত জামাত-উর-আহরার।

বিস্ফোরণের ঘটনার আগে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি নিহত হন। ওই হাসপাতালের সামনে আসার পরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঘিরে ধরেন। পরে বোমা বিস্ফোরণ করা হয়। এতে বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

**পাকিস্তানে হাসপাতালে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৩
**পাকিস্তানে হাসপাতালের সামনে বিস্ফোরণ, নিহত ১০

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।