ঢাকা: থাইল্যান্ডে ২০১৭ সালের নভেম্বর মাসে সাধারণ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা।
আর এ নির্বাচন হবে নতুন সংবিধানের আলোকে, যা নিয়ন্ত্রণ করবে সামরিক বাহিনী।
মঙ্গলবার (০৯ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী ও সেনা প্রধান প্রাইউথ শান-ওশা এ ঘোষণা দেন বলে জানায় সংবাদমাধ্যম।
২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ইংলাক সিনাওয়াত্রাকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা নেন তিনি। এরপর থেকেই বলে আসছিলেন ২০১৭ সালে নির্বাচন দেওয়া হবে।
তবে নির্দিষ্ট করে কোনো মাসের নাম উল্লেখ করেননি প্রাইউথ শান-ওশা।
এবার সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এমএ/