ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে জোড়া বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
তুরস্কে জোড়া বোমা হামলায় নিহত ৮

ঢাকা: তুরস্কের দক্ষিণ‍াঞ্চলে জোড়া বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তিন শিশুসহ কমপক্ষে ৩০ জন।

বুধবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, দেশটির মারদিন প্রদেশে হাসপাতালের পাশে একটি পুলিশের ভ্যান লক্ষ্য করে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সময় দিয়ারবাকির শহরে কার বোমা হামলায় পাঁচজন নিহত হন।

এই হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। তবে কুর্দি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।

এরআগে গত জুন মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হন।

আরও পড়ুন...তুরস্কের মারদিনে বিস্ফোরণে দুইজন নিহত

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।