ঢাকা: মাত্র তিনদিনের ব্যবধানে পাকিস্তানের কোয়েটায় হাসপাতালের সামনে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা কর্মীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আহত ৪ জনের মধ্যে দু’জন নিরাপত্তা কর্মী। বাকি দু’জন বেসামরিক বলে জানা গেছে।
রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করেছেন। ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এর আগে গত সোমবার (০৮ আগস্ট) কোয়েটায় বেসামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৭০ জন বেসামরিক নিহত হন। যার মধ্যে অধিকাংশই ছিলেন আইনজীবী। আহত হন বহু মানুষ।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেডএস