ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটায় হাসপাতালের সামনে ফের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
পাকিস্তানের কোয়েটায় হাসপাতালের সামনে ফের বিস্ফোরণ

ঢাকা: মাত্র তিনদিনের ব্যবধানে পাকিস্তানের কোয়েটায় হাসপাতালের সামনে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা কর্মীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আহত ৪ জনের মধ্যে দু’জন নিরাপত্তা কর্মী। বাকি দু’জন বেসামরিক বলে জানা গেছে।

রাস্তার পাশে পেতে ‍রাখ‍া বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করেছেন। ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

এর আগে গত সোমবার (০৮ আগস্ট) কোয়েটায় বেসামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৭০ জন বেসামরিক নিহত হন। যার মধ্যে অধিকাংশই ছিলেন আইনজীবী। আহত হন বহু মানুষ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।