ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সরকার ও বিদ্রোহী বাহিনীর সংঘর্ষ, নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
সিরিয়ায় সরকার ও বিদ্রোহী বাহিনীর সংঘর্ষ, নিহত ৪৯

ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো প্রদেশে সরকার ও বিদ্রোহী বাহিনীর সংঘর্ষে পাঁচ শিশুসহ অন্তত ৪৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৩ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে বলে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে রোববার (১৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, আলেপ্পোর উত্তরাঞ্চলীয় এলাকার গুরুত্বপূর্ণ একটি অংশ দখলে নিতে সরকার সমর্থক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে টিয়ারশেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। ‍

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬

আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।