ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সাবেক কর্মকর্তা মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে মাকাতি শহরের ব্যাংকটির জুপিটার স্ট্রিট শাখার সাবেক এই ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত মার্চে তাকে চাকরিচ্যুত করে রিজাল ব্যাংক। একই অপরাধে মায়ার সঙ্গে বরখাস্ত হয়েছিলেন ওই শাখার সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেস।
ব্যাংকের নীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান একটি মামলা করেন মায়ার বিরুদ্ধে।
এ মামলার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমএ