ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোতে ট্রাফিক পুলিশের উপর হামলার দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
মস্কোতে ট্রাফিক পুলিশের উপর হামলার দায় স্বীকার আইএসের

ঢাকা: রাশিয়ার মস্কোর পাশে একটি ট্রাফিক পুলিশ পোস্টের উপর হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হামলায় অংশ নেওয়া দুই জঙ্গিই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) জঙ্গি সংগঠনটির মুখপাত্র আমাক নিউজ এজেন্সি মাধ্যমে এ দাবি জানানো হয়।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ দু’টি কুড়াল নিয়ে ওই ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালান।

হামলায় দু’জন ট্রাফিক পুলিশ আহত হন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এসএনএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।