ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

উন্মুক্ত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ-বৃহত্তম কাঁচের ব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
উন্মুক্ত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ-বৃহত্তম কাঁচের ব্রিজ

ঢাকা: চীনে খুব শিগগিরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ও সর্ববৃহৎ কাঁচের তৈরি ব্রিজ। শনিবার (২০ আগস্ট) ব্রিজটি উন্মুক্ত করার কথা রয়েছে।

দেশটির হুনান প্রদেশের ঝংজিয়াজিতে ব্রিজটি দু’টি পর্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। অস্কার জয়ী ‘অ্যাভাটার’ চলচ্চিত্রের শুটিং এখানে হয়েছে বলে পর্বতমালাটি ‘অ্যাভাটার’ হিসেবে পরিচিত।

শুক্রবার (১৯ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

ব্রিজটির  দৈর্ঘ্য ৪৩০ মিটার এবং প্রস্থ ৬ মিটার। মাটি থেকে এর উচ্চতা ৩০০ মিটার। যা নির্মাণে খরচ হয়েছে ৩.৪ মিলিয়ন ডলার (২৬ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার টাকা)।

ব্রিজটি তিনটি স্তরে স্বচ্ছ কাঁচের প্যান দিয়ে বাঁধানো। ব্রিজটির নকশা করেছেন ইসরায়েলি স্থপতি হেইম ডোটেন। যার স্থাপত্যশৈলী ও নির্মাণ কারুকার্য ইতোমধ্যে বিশ্বের ইতিহাসে রেকর্ড গড়েছে। এর উদ্বোধনের মাধ্যমে চীনে ব্রিজ নির্মাণে খ্যাতি আরও একমাত্রা যুক্ত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।