ঢাকা: তুরস্কের ইস্তাম্বুল আন্তর্জাতিক এয়ারপোর্টে সুইডেন বিরোধী প্রচারণা চালাতে দেখা গেছে। এয়ারপোর্টের একটি বিলবোর্ডে বিজ্ঞাপনের মাধ্যমে এ প্রচারণা চালানো হয়।
বিলবোর্ডে লেখা ছিলো, ‘ভ্রমণ সতর্কতা! আপনি কি জানেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সুইডেনে ধর্ষণের হার সবচেয়ে বেশি?’
শুক্রবার (১৯ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এর খবরে এ তথ্য জানানো হয়।
এয়ারপোর্টের বিলবোর্ডে বিজ্ঞাপন পরিচালনায় একটি বেসরকারি কোম্পানি কাজ করছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।
এর আগে সম্প্রতি শিশুদের সঙ্গে যৌন বৈধতা নিয়ে আঙ্কারাকে অভিযুক্ত করে স্টকহোম। এরপরই এমন ঘটনা ঘটলো।
শুধু বিলবোর্ডে নয়, দেশটির সরকার সমর্থিত বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্ব সহকারে সুইডেন বিরোধী প্রচারণা চালাতে দেখা গেছে। সম্প্রতি দেশটির একটি সংবাদমাধ্যমে হেডলাইন করা হয়, ‘সুইডেন, এ কান্ট্রি অব রেপ’।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানায়নি সুইডিশ সরকার।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
আরএইচএস