ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গদের প্রতি ‘নরম সুর’ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
কৃষ্ণাঙ্গদের প্রতি ‘নরম সুর’ ট্রাম্পের

ঢাকা: আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচন যতই কাছে আসছে ততই কথার সুর পরিবর্তন হচ্ছে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি তাকে কৃষ্ণাঙ্গদের প্রতি নরম সুরে কথা বলতে দেখা গেছে।

মিশিগানে এক সমাবেশে বক্তৃতাকালে তিনি কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্যে বলেন, আপনাদের হারানোর কি আছে?

এ সময় তিনি তার বক্তৃতায় কৃষ্ণাঙ্গ ভোটারদের করুণ অবস্থার কথা তুলে ধরেন।  

ট্রাম্প বলেন, আপনারা যদি একই (ডেমোক্রাট) লোকদের ভোট দেন, তাহলে আপনারা একই ফলাফল পাবেন। আপনাদের অবস্থার উন্নতি হবে না।

তিনি আরও বলেন, কৃষ্ণাঙ্গরা নিজেদের দেশে শরনার্থীদের মতো বাস করছেন।  

তার দাবি, ২০২০ সালে তিনি আবার নির্বাচন করলে আফ্রিকান-আমেরিকানদের ৯৫ শতাংশ ভোট তার ঝুড়িতেই থাকবে।

এদিকে কিছুদিন আগে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় সমর্থন দিয়েছিলেন মুসলমান বিদ্বেষী এই ট্রাম্পই।  

সম্প্রতি এক জরিপে দেখা গেছে দেশটির ২ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার ট্রাম্পকে ভোট দেওয়ার পক্ষে রয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসেডেন্ট বারাক ওবামা ৯৩ শতাংশ ভোট পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।