ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ঘূর্ণিঝড় মিনদুলের প্রভাবে বাতিল ৪০০ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জাপানে ঘূর্ণিঝড় মিনদুলের প্রভাবে বাতিল ৪০০ ফ্লাইট

ঢাকা: আঘাত হানার আগেই জাপানে বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিনদুল। ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে ইতোমধ্যেই বাতিল হয়েছে ৪০০ ফ্লাইট।

স্থানীয় সময় সোমবার (২২ আগস্ট) দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টির জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানার আশঙ্কা করছে সেখানকার আবহাওয়া অফিস।

বর্তমানে ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে মিয়াকি দ্বীপ থেকে উত্তরে অগ্রসর হচ্ছে এটি। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।