ঢাকা: জাপানের রাজধানী টোকিওতে ভারীবর্ষণ ও টাইফুনের আঘাতে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন।
সোমবার (২২ আগস্ট) ‘মিনদুল’ নামে টাইফুনের আঘাতে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, নিহত দু’জনের মধ্যে একজন ৪২ বছর বয়সী পরুষ, অপরজন ৫৮ বছর বয়সী নারী। আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ওই পুরুষের মরদেহ একটি প্লাবিত সড়কের পাশ থেকে এবং নারীর মরদেহটি একটি সিঁড়ির পাশে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে ভারীবর্ষণ ও প্রবল বাতাসের কারণে বাতিল হয়েছে দেশটির ৪০০ এয়ার ফ্লাইট।
** জাপানে ঘূর্ণিঝড় মিনদুলের প্রভাবে বাতিল ৪০০ ফ্লাইট
বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
টিআই