ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

টোকিওতে টাইফুনের আঘাতে নিহত ২, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
টোকিওতে টাইফুনের আঘাতে নিহত ২, আহত ২৯

ঢাকা: জাপানের রাজধানী টোকিওতে ভারীবর্ষণ ও টাইফুনের আঘাতে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন।

সোমবার (২২ আগস্ট) ‘মিনদুল’ নামে টাইফুনের আঘাতে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, নিহত দু’জনের মধ্যে একজন ৪২ বছর বয়সী পরুষ, অপরজন ৫৮ বছর বয়সী নারী। আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ওই পুরুষের মরদেহ একটি প্লাবিত সড়কের পাশ থেকে এবং নারীর মরদেহটি একটি সিঁড়ির পাশে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে ভারীবর্ষণ ও প্রবল বাতাসের কারণে বাতিল হয়েছে দেশটির ৪০০ এয়ার ফ্লাইট।

** জাপানে ঘূর্ণিঝড় মিনদুলের প্রভাবে বাতিল ৪০০ ফ্লাইট

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬

টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।