ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
অস্ট্রেলিয়ায় ব্রিটিশ তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি হোস্টেলে ২১ বছর বয়সী এক ব্রিটিশ তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ২৯ বছর বয়সী এক ফরাসি যুবক এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তবে এ হত্যাকাণ্ডের কারণ ও লক্ষ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে দেশটির টুইনসভিলে থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে হোম হিল শহরের একটি শিক্ষার্থীদের হোস্টেলে এ হত্যাকাণ্ড ঘটে। পরে স্থানীয় কুইন্সল্যান্ড পুলিশ ওই তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ৩০ বছর বয়সী অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত ফরাসি যুবককে পুলিশি হাজতে আটকে রাখা হয়েছে।

কুইন্সল্যান্ড পুলিশ সুপার রে রয়িডার বলেন, আমরা এই হত্যাকাণ্ডের মটিভ সম্পর্কে জানতে পারিনি। তবে একটি অনুসন্ধনী দল বিষয়টি খতিয়ে দেখতে চেষ্টা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।