ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বলিভিয়ায় উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
বলিভিয়ায় উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ শ্রমিকরা ছবিসংগৃহীত

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রোডোলফো ইলায়েন্সকে পিটিয়ে মেরেছে বিক্ষুব্ধ শ্রমিক জনতা।

প্রথমে তাকে অপহরণ করা হয় ও পরে তাকে পিটিয়ে হত্যা করে স্থানীয় বিক্ষুব্ধ খনি শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে বলে শুক্রবার (২৬ আগস্ট) বাংলঅদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, খনি আইন নিয়ে খনি শ্রমিকদের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি মধ্যস্থতা করেত গেলে তিনি এই নিষ্ঠুর হামলার শিকার হন।

দেশটির সরকারের এক মন্ত্রী কার্লোস রোমিরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রোডোলফো ইলায়েন্সকে নিষ্ঠুর ও কাপুরুষোচিতভাবে গুপ্তহত্যা করা হয়েছে।

তিনি জানান, রাজধানী লাপাজ থেকে ১৬০ কিলোমিটার দূরে বৃহস্পতিবার সকালে প্যানদুরোতে যান আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে। সেখানে গিয়ে তিনি বাধার মুখোমুখি হন। এক পর্যায়ে তাকে অপহরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬/আপডেট: ১১৩৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।