ঢাকা: সিরিয়ার আলেপ্পো শহরে ব্যারেল বোমায় কমপক্ষে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য দিয়েছে।
গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ার আলেপ্পো দেশটির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র ছিলো। ২০১২ সাল থেকে শহরটি কার্যত দুই ভাগ হয়ে যায়, যার পশ্চিম অংশ সরকারের নিয়ন্ত্রণে এবং পূর্বাঞ্চল বিদ্রোহীদের দখলে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এমএ/