ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা

ঢাকা: দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে চারটি রকেট হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এ হামলার জন্য সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২৭ আগস্ট) রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তবে প্রাথমিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যগুলো জানায়, যাত্রী ও বিমানবন্দরের স্টাফদের বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল বিল্ডিংয়ে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। রকেটগুলো বিমানবন্দরের পুলিশ কন্ট্রোলরুমের ফাঁকা জায়গায় বিকট শব্দে বিস্ফোরিত হয়। হামলার পর বিমানবন্দরের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সব ফ্লাইট।

বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬/আপ: ০৫১৬ ঘণ্টা
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।