ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আজ নগ্নবক্ষা হচ্ছেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে আজ নগ্নবক্ষা হচ্ছেন নারীরা

নারী অধিকার ও সমতার দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে নারীরা নগ্নবক্ষা হচ্ছেন। শরীরের উর্ধ্বাঙ্গে কিছুই না পরে সড়কে র্যালি করবেন, কিংবা সমুদ্র তীরে ঘুরে বেড়াবেন তারা।

আর এভাবেই গোটপলেস ডে পালন করার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।

প্রতিবছর নারী সমতা দিবসের কাছাকাছি রোববারটিতে এই গোটপলেস ডে পালন করা হয়। যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার আদায়ের এই দিনটি ছিলো গত ২৬ আগস্ট। সে হিসেবে নিকটবর্তী রোববার হিসেবে ২৮ আগস্টই হচ্ছে গো টপলেস ডে। যা এরই মধ্যে শুরু হয়ে গেছে।

পরিকল্পনামাফিক যেসব ইভেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নিউ হ্যাম্পশায়ার থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সমুদ্র তীরে নগ্নবক্ষা হয়ে ঘোরাঘুরি। আর নিউইয়র্ক সিটি, লস এঞ্জেলসে বিশেষ র্যালি। যাতে নারীবক্ষের আদলে বেলুন ফুলিয়ে তা হাতে নিয়ে হাঁটবেন তারা।   এছাড়াও বড় বড় নগরীতে দিনটি পালনের উদ্যোগ রয়েছে।  

যুক্তি হচ্ছে পুরুষের মতো নারীরাও প্রকাশ্যে নগ্নবক্ষা হতে পারবেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী ও রাজ্য এরই মধ্যে নারীর এই অধিকার কতটুকু আইনসিদ্ধ তা যাচাই করে দেখতে শুরু করেছে।  

বাংলাদেশ সময় ১০১৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।