ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

কারবালার কাছে আইএস এর হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
কারবালার কাছে আইএস এর হামলা, নিহত ১৮

ঢাকা: ইরাকের দক্ষিণাঞ্চলীয় কারবালা নগরীর নিকটবর্তী আইন আল তামের শহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় কমপক্ষে ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিনের শেষে আইন আল তামেরের শহরতলীর একটি এলাকায় স্বংয়ক্রিয় অস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলা চালায়। হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য ছিলেন বলে জানা গেছে।

হামলার পরপরই এ ঘটনার দায় স্বীকার করে আইএস। আইন আল তামের শহরটি শিয়া সম্প্রদায়ের পবিত্র নগরী কারবালার ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

সম্প্রতি ইরাকি বাহিনীর অভিযানের মুখে উত্তরাঞ্চলীয় ফালুজা নগরী থেকে বিতাড়িত হওয়ার পর ইরাক জুড়ে হামলা বাড়িয়ে দিয়েছে জঙ্গি সংগঠন আইএস।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।