ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে লায়নরক’র আঘাতে ১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জাপানে লায়নরক’র আঘাতে ১১ জনের প্রাণহানি

ঢাকা: জাপানে টাইফুন ‘লায়নরক’র  আঘাতে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে নিখোঁজ রয়েছেন আরও অনেকেই।

বুধবার (৩১ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জানায়, টাইফুন লায়নরক’র আঘাতে বাস্তুহীন হয়েছেন দেশটির প্রায় এক হাজার ১০০ জন মানুষ। বিভিন্ন আক্রান্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধার কর্মীরা।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে ‘লায়নরক’ আঘাত হানে। দুই সপ্তাহের ব্যবধানে জাপানে এ নিয়ে তিনটি টাইফুন আঘাত হানলো।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।