ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নাকচ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নাকচ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ঢাকা: ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের না থাকার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর, দ্বিতীয়বার আর কোনো ভোটের সুযোগ নাকচ করে দিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরিজা মে।

বুধবার (৩১ আগস্ট) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে তিনি এ কথা বলেন।

টেরিজা মে বলেন, দ্বিতীয়বার আর গণভোটের কোনো সুযোগ নেই, বিষয়টি নিশ্চিত। ব্রেক্সিটে জনসাধারণ যে রায় দিয়েছেন সেটিই বহাল থাকছে।

চলতি বছরের ২৩ জুন ব্রেক্সিটে গণভোটের মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে আসে ব্রিটেন। এরপর পদত্যাগ করেন ডেভিড ক্যামেরুন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।