ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

দিলমা রৌসেফকে ‘ইমপিচ’ করলো ব্রাজিল সিনেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
দিলমা রৌসেফকে ‘ইমপিচ’ করলো ব্রাজিল সিনেট

ঢাকা: ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের (ইমপিচমেন্ট) পক্ষে ভোট দিয়েছেন দেশটির সিনেটের অধিকাংশ সদস্য।

বুধবার (৩১ আগস্ট) সিনেটে ইমপিচমেন্টের পক্ষে ভোট দেন ৬১ জন সিনেট সদস্য ও বিপক্ষে ভোট দেন ২০ জন সিনেট সদস্য।

প্রেসিডেন্টকে সরাতে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট প্রয়োজন হয়।

এর মাধ্যমে স্থায়ীভাবে অপসারিত হতে যাচ্ছেন রৌসেফ। এতে করে বামপন্থি ওয়ার্কার্স পার্টির একটানা ১৩ বছরের ক্ষমতার অবসান ঘটতে যাচ্ছে।

এদিকে, রৌসেফকে অভিসংশিত করায় তার মেয়াদের বাকি সময় অর্থাৎ ২০১৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন ব্রাজিলের অন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মিশেল তেমার।

চলতি বছরের গত ১২ মে ব্রাজিলের সিনেট দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে আর্থিক কেলেংকারির দায়ে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

তবে পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে জয়লাভ করা দিলমা রৌসেফ তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।