ঢাকা: কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার ফ্রান্সের একটি কারখানায় বিপুল পরিমাণ কোকেন পাওয়া গেছে।
ঘনীভূত কমলার জুসের একটি চালানের ব্যাগের ভেতর এ কোকেন ছিল।
ওই চালানে প্রায় ৩৭০ কেজি কোকেন পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক ৫০ মিলিয়ন ইউরো।
কারখানার কর্মীরা বিষয়টি স্থানীয় পুলিশকে জানালেও এ বিষয়ে ওই কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
১৮৮৬ সালে জন পেমবারটন নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফার্মাসিস্ট কোকা-কোলা উৎপাদনের মূল ফর্মূলা তৈরি করেন। মনে করা হয় কোকা পাতা থেকে কোকেন আহরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসআর