ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
মেক্সিকোতে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৪

ঢাকা: মেক্সিকোতে একটি পুলিশের হেলিকপ্টার ভূপাতিত করেছেন সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ও হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন।

তবে হেলিকপ্টারটি কীভাবে ভূপাতিত করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে বুধবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

দেশটির মিচোয়াকান অঙ্গরাজ্যের গভর্নর সিলভানো অ্যাউরিয়োলিস এক টুইট বার্তায় জানান, আপাদজিগান অঞ্চলে সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করার সময় হেলিকপ্ট‍ারটি বিতর্কিত ভূমির আকাশ সীমায় প্রবেশ করলে তা ভূপাতিত করা হয়।

দীর্ঘদিন থেকেই মিচোয়াকানে মাদকসন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চলে আসছে।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, সেপ্টম্বর ০৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।