ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ক্লোরিন হামলায় আহত শিশুর করুণ আর্তনাদ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
ক্লোরিন হামলায় আহত শিশুর করুণ আর্তনাদ (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর বিরুদ্ধে ‘ক্লোরিন গ্যাস হামলা’র অভিযোগ উঠেছে। এতে শিশুসহ অন্তত ৮০ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

আহতদের অনেকে শ্বাস-কষ্টসহ তীব্র যন্ত্রণায় ছটফট করছেন।  

আলেপ্পোতে ‘ক্লোরিন গ্যাস হামলা’র শিকার এক শিশুর যন্ত্রণায় ছটপট করার করুণ দৃশ্যের ভিডিও বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

৩৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শিশুটি একটি কক্ষের বিছানায় বসে শুধু কাঁদছে। পাশেই এক নারী শিশুটির তীব্র চিৎকারে মুহ্যমান। তিনিও একই হামলার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খালি গায়ে থাকা শিশুটির শরীরের বিভিন্ন অংশে রক্তাত্ত ও ক্ষতবিক্ষত চিহ্ন দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর থেকে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ-কেউ প্রশ্ন তুলেছেন একের পর এক বিপর্যস্ত সিরিয়ায় এসব মানবিক বিপর্যয়ের শেষ কোথায়?

সিরীয় শিশু আইলান কুর্দি, ওমরান দাকনিশের পর এবার কী তাহলে দুর্বিষহ জীবনের অংশ হতে যাচ্ছে এই শিশুটি। অবশ্য তাৎক্ষণিকভাবে শিশুটির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।  

এর আগে বুধবার (০৭ সেপ্টেম্বর) দেশটির জরুরি স্বেচ্ছাসেবী কর্মীরা জানান, আলেপ্পোর সুকারি এলাকায় সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস ছুড়েছে। এতে সেখানকার লোকজন আহত হওয়ার পাশাপাশি শ্বাস-কষ্টে ভুগছেন।

ইব্রাহিম আলহাজ নামে এক উদ্ধার কর্মী জানান, ক্লোরিন গ্যাস ছোড়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান তিনি। হেলিকপ্টারের মাধ্যমে এই গ্যাস ছোড়া হয়েছে।

ক্লোরিন গ্যাস ভর্তি চারটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

ক্লোরিন গ্যাস হামলাকে রাসায়নিক বোমা হামলার সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে এ হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে সিরীয় সরকার।

জাতিসংঘের তথ্য মতে, এর আগে কমপক্ষে দুইবার সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছে। সেটাও অস্বীকার করেছে সিরিয়ার সরকার।

প্রসঙ্গত, ক্লোরিন গ্যাসের প্রভাবে চোখ জ্বালাপোড়া করে, শ্বাসকষ্ট হয়, চামড়া কুঁচকে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।