ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন হামলায় আসাদবিরোধী গ্রুপের কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
মার্কিন হামলায় আসাদবিরোধী গ্রুপের কমান্ডার নিহত

ঢাকা: সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি গ্রামে মার্কিন প্লেন হামলায় দেশটির আসাদ সরকার বিদ্রোহী গোষ্ঠী জাভাত ফতেহ আল-শাম গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য, কমান্ডার ও নুসরা ফ্রন্টের সাবেক নেতা আবু হাজের আল হোমসি ওরফে আবু ওমার সারাকেব নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে বিদ্রোহী গোষ্ঠীর বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

জাভাত ফতেহ আল-শাম গ্রুপ আগে নুসরা ফ্রন্ট হিসেবে পরিচিত ছিলো।

খবরে বলা হয়, আলেপ্পোর কাফর নাহা গ্রামে বিদ্রোহী গোষ্ঠীটির সভা চলাকালে হামলার ঘটনাটি ঘটে। তবে গ্রুপটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি সভার বিষটি অস্বীকার করেছেন।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া ও ইরাকে সন্ত্রাস এবং জঙ্গি দমনের নামে বিভিন্ন অভিযান পরিচালান করে আসছে। এই হামলা তারাই অংশ বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।