ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট’র (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে তিন সদস্যকে আটকের দাবি করেছে জার্মান কর্তৃপক্ষ। আটক তিনজন সিরিয়ান নাগরিক বলে জানা গেছে।
জার্মানির ফেডারেল প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানায়, তারা যে তিনজনকে আটক করেছেন তাদের বয়স ২০ এর মধ্যে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উত্তরাঞ্চলীয় রাজ্য সেলভিগ-হলস্টেইন থেকে স্পেশাল পুলিশ ফোর্স তাদের আটক করে।
গত বছরের নভেম্বরে সন্দেহভাজন ওই তিনজন জার্মানি প্রবেশ করেন। তাদের প্রবেশের কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউটর অফিস। এছাড়া তাদের বিরুদ্ধে ‘ফরেন টেরোরিস্ট অরগানাইজেশন’ সদস্য হিসেবে অভিযোগ গঠন করা হয়েছে।
তুরস্ক ও গ্রীস হয়ে ওই তিনজন জার্মানি প্রবেশ করেছেন বলেও জানিয়েছে প্রসিকিউটর অফিস।
২০১৫ ও ২০১৬ সালে ইউরোপের বিভিন্ন দেশ আইএস ও তার সহযোগী সংগঠনের মাধ্যমে সন্ত্রাসী ঘটনার শিকার হয়। বিভিন্ন ঘটনায় প্রাণ হারান অনেক নিরীহ মানুষ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
জেডএস