ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

চলতি সপ্তাহে সাক্ষাৎ করবেন ‘ব্রিকস’ পরিবেশ মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
চলতি সপ্তাহে সাক্ষাৎ করবেন ‘ব্রিকস’ পরিবেশ মন্ত্রীরা

ঢাকা: বিকাশমান অর্থনীতির পাঁচ দেশ নিয়ে গঠিত নতুন জোট ‘ব্রিকস’ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) এর পরিবেশ মন্ত্রীরা আগামী ১৬ সেপ্টেম্বর সাক্ষাৎ করবেন। ভারতের গোয়ায় অনুষ্ঠেয় ওই সাক্ষাতে পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা বায়ু ও পানি দূষণসহ জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উঠে আসবে।

এছাড়া এসব বিষয়ের উন্নয়নকল্পে জোটবদ্ধ হয়ে কিভাবে কাজ করা যায় সাক্ষাতকালে সেসব বিষয়ের ওপর আলোচনা হবে বলে অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে।

আয়োজক দেশের মন্ত্রী হিসেবে ভারতের পরিবেশ মন্ত্রী অনিল মাধব দেব বুধবার (১৪ সেপ্টেম্বর) গোয়া পৌঁছাবেন।

বিশ্বের মোট জনসংখ্যার ৪১.৬ শতাংশ, মোট ভূ-খণ্ডের ২৯.৩১ শতাংশ আর মোট জিডিপি’র ২২ শতাংশ ব্রিকস দেশগুলোর অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।