ঢাকা: বিরোধপূর্ণ ফকল্যান্ড দ্বীপ নিয়ে নতুন চুক্তিতে পৌঁছেছে আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। চুক্তি অনুযায়ী ফকল্যান্ড দ্বীপ থেকে সরাসরি বুয়েন্স এইরেসে ফ্লাইট চালু হবে।
এছাড়া দেশ দুটি পরষ্পরকে সহযোগিতার মাধ্যমে ফকল্যান্ডের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে কাজ করবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুসানা ম্যালকোরার সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালান ডানকানের বৈঠকে এ চুক্তি হয়। পরে যৌথ বিবৃতিতে চুক্তির বিষয়টি জানানো হয়।
তবে চুক্তির মাধ্যমে দ্বীপটির সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে না বলে যুক্তরাজ্য জানিয়েছে।
দক্ষিণ আলনান্টিক মহাসাগরের অন্তর্গত তিন হাজার মানুষের বসতি ফকল্যান্ডে দ্বীপের মালিকানা দাবিদার যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। এ নিয়ে ১৯৮২ সালে দেশ দুটির মধ্যে যুদ্ধ বাঁধে।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
এসআর