ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬

ঢাকা: পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৬ জনের প্রাণহানি হয়েছে। এতে অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

মুলতান থেকে ২৫ কিলোমিটার দূরে শের-শাহ এলাকার বুচ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাকিস্তানের জিওটিভি জানায়, মালবাহী ট্রেনটির নিচে চাপা পড়া এক ব্যক্তিকে সরাতে নামেন চালক। এ সময় ওই ট্র্যাকে ঢুকে পড়ে ‘আওয়াম এক্সপ্রেস’। তাতেই এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন, পাওয়ার ভ্যান এবং চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আটকে পড়া তিনজনকে ট্রেনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

‘আওয়াম এক্সপ্রেস’ ট্রেনটি করাচি থেকে পেশওয়ার যাচ্ছিলো। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬/আপডেট: ০৯২৭ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।