ঢাকা: ইন্দোনেশিয়ায় একটি ফাস্ট বোট (দ্রুতগামী নৌযান) বিস্ফোরণে দুই জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গিলি ক্যাট ২ ফাস্ট বোটটি পূর্ব বালি থেকে গিলি দ্বীপে যাওয়ার পথে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বোটটিতে ৩৫ জন আরোহী ছিলেন। তাদের অধিকাংশই বিদেশি।
বোটের জ্বালানি ট্যাংক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে এক নারী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান সুগেংগ সুদারসো বলেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বোটের আরোহীরা অস্ট্রেলিয়ান, কোরিয়ান, ব্রিটিশ, ফরাসি ও জার্মানির নারগিক বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
জেডএস